alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বিশ্বকাপে আরো এক সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২, ০৯:০৯ পিএম

বিশ্বকাপে আরো এক সাংবাদিকের মৃত্যু
alo

নিউজনাউ ডেস্ক: কাতার বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরো এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।  রবিবার  (১১ ডিসেম্বর) খালিদ আল-মিসলাম নামে ওই সাংবাদিক মারা যান। কাতারের নাগরিক এ সাংবাদিকের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। খবর ফক্স স্পোর্টসের।

কাতারভিত্তিক একটি টেলিভিশনের ফটোসাংবাদিক ছিলেন খালিদ আল-মিসলাম। স্টেডিয়ামে খেলা চলার সময়ই মারা যান তিনি। এর ৪৮ ঘণ্টা আগেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ কভার করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট ওয়াল।

বিখ্যাত ওই মার্কিন সাংবাদিক খেলা কভার করার সময় হঠাৎ আসন থেকে পড়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে আর বাঁচানো যায়নি। তার মৃত্যু নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। কাতার সরকারের কট্টর সমালোচক এবং এলজিবিটিকিউ অধিকারকর্মী এ সাংবাদিকের মৃত্যুর সঙ্গে দেশটির সরকারের সংশ্লিষ্টতার অভিযোগও করছেন কেউ কেউ।

সূত্র: ফক্স স্পোর্টস

নিউজনাউ/এসএইচ/২০২২

X