alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

স্বাধীনতার ৫২ বছরে আপন নিবাসে যাচ্ছে এনবিআর

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:৫৫ পিএম

স্বাধীনতার ৫২ বছরে আপন নিবাসে যাচ্ছে এনবিআর
alo

নিউজনাউ ডেস্ক: স্বাধীনতার ৫২ বছরে আপন নিবাসে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  এ উপলক্ষে  রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ৫ ও ৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের আয়োজন করেছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সকাল ১০টায় আগারগাঁওয়ে এনবিআরের নতুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজস্ব সম্মেলন-২৩ ও নবনির্মিত রাজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেন, রবিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন ২০২৩ উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ঢাকার আগারগাঁওয়ে ২ একর জমিতে নির্মিত ১২ তলাবিশিষ্ট নতুন আধুনিক রাজস্ব ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মুমিন জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ‘আয়কর ব্যবস্থার ক্রমবিকাশ ও বাংলাদেশের অগ্রযাত্রায় আয়করের ভূমিকা’ এবং ‘আয়কর ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা’বিষয়ক আয়কর সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন দুপুর ২টায় ‘জাতীয় উন্নয়নে ভ্যাটের ভূমিকা: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক ভ্যাটবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

রাজস্ব সম্মেলন এবং সেমিনারে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন জানিয়ে তিনি আরও বলেন, সম্মেলনে আয়কর, কাস্টমস ও ভ্যাটবিষয়ক সেবার বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দিতে স্টল স্থাপন করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, সম্মেলনে একই সঙ্গে অস্থায়ীভাবে রাজস্ব মিউজিয়াম স্থাপন করা হবে। এতে ভ্যাট, আয়কর, ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট ও ঐতিহাসিক বস্তু জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজনাউ/কেআই/২০২৩
 

X