নিউজনাউ ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ থানার শহীদ নগর এলাকায় গরু চুরির মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় মো. নাসির উদ্দিন (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দারা এই অভিযান চালায়। খবর দ্য ডেইলি স্টারের।
মৃত মো. নাসির উদ্দিন (৫৫) পশ্চিম শহীদ নগর এলাকার মৃত বজল আহমদের ছেলে।
চট্টগ্রাম জেলা বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত এসপি ও পুলিশ সুপার কার্যালয়ের মুখপাত্র আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, নাসির ফটিকছড়ি থানায় দায়ের করা গরু চুরির মামলার আসামি। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম উল্লেখ করা হয়েছে। ফটিকছড়ি পুলিশের অনুরোধে ডিবির দল নাসিরের বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে তার সহযোগীদের সাহায্যের জন্য চিৎকার করেন।
তিনি বলেন, ঘটনার পর তার লোকজন পুলিশের ওপর ঢিল ছোড়ে। ঘটনার সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘরের মধ্যেই মারা যান।
তবে পুলিশের অপর এক সূত্র জানায়, পাশের পুকুর থেকে নাসিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ দরজা ভাঙতে গেলে অভিযুক্ত জানালা দিয়ে পালিয়ে পুকুরে ঝাঁপ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, আমরা অ্যাম্বুলেন্সে নাসিরের মরদেহ পেয়েছি। তাকে হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে নাসিরের বাড়িতে গিয়ে জানালা ভাঙা দেখেছি। জানালা কীভাবে ভাঙা হয়েছে, তা আগেই ভাঙা ছিল কিনা তা পরিষ্কার নয়। ঘটনাটি তদন্ত করে দেখব।
মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিউজনাউ/আরএইচআর/২০২৩