alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বারইয়ারহাটের ‘ঝুঁকিপূর্ণ’ বাজার সরিয়ে মেয়রের সৌন্দর্য বর্ধন প্রকল্প

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:২৯ পিএম

বারইয়ারহাটের ‘ঝুঁকিপূর্ণ’ বাজার সরিয়ে মেয়রের সৌন্দর্য বর্ধন প্রকল্প
alo

 

রাজু কুমার দে, মিরসরাই: চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা সংলগ্ন রেল গেইট এলাকায় প্রতি বছরই ঘটে একাধিক দুর্ঘটনা। এর কারণ—রেল গেইটের পশ্চিম পাশের লাইন ঘেঁষে গড়ে ওঠা অবৈধ কাঁচা বাজার। কিন্তু সেই অবৈধ বাজার হঠিয়ে সৌন্দর্য বর্ধন প্রকল্প হাতে নিয়েছে বারইয়ারহাট পৌরসভা। যে কাজ রেলওয়ের কর্মকর্তারা করতে পারেনি সেটিই করে দেখালো পৌর মেয়র রেজাউল করিম খোকন।

জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার রেল গেইট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ২৫-৩০টি অবৈধ তরকারি দোকান ছিল। রেল লাইন ঘেঁষে দোকানগুলো অবস্থান করায় মানুষ পারাপারে ঘটতো দুর্ঘটনা। সম্প্রতি খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় এক ষাটোর্ধ্ব মহিলা লাইন পার হতে গিয়ে ট্রেনের কাটা পড়ে মৃত্যুবরণ করছে। বিষয়টি বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনের নজরে এলে তিনি অবৈধ দোকানগুলো উচ্ছেদ করেন।

পরে ওই স্থানে যাকে কোন দোকান ঘর বসতে না পারে সেজন্য সৌন্দর্য বর্ধনের প্রকল্প হাতে নেন। তারই ধারাবাহিকতায় প্রায় ২ লাখ টাকা ব্যায়ে বিভিন্ন প্রজাজির ফুল ও ঝাউ গাছ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ এগিয়ে চলছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রেল গেইটের পশ্চিম পাশের সৌন্দর্য বর্ধনের জন্য ২৪টি সিমেন্টের টপ করা হয়েছে। টপগুলোতে লাগানো হয়েছে ঝাউ গাছ, গাঁদা, সন্ধ্যা মালতিসহ বিভিন্ন প্রজাতির ফুলের চারা। ফুল গাছগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে লোহা ও প্লাস্টিকের মাধ্যমে বেড়া দেয়া হয়েছে। 

জানতে চাইলে বারইয়ারহাট পৌরসভার প্রকৌশলি সমর কান্তি মজুমদার বলেন, ঝুঁকিপূর্ণ এই স্থানে দোকান বসার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতো সাধারণ মানুষ। তাই পৌর মেয়রের উদ্যোগের সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নেয়া হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকা ব্যায় হবে। 

চিনকির আস্তান রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার সিরাজুল ইসলাম বলেন, যে কাজ আমরা শত চেষ্টায় করতে পারিনি। সে পৌর মেয়র রেজাউল করিম খোকন করে দেখিয়েছেন। আমি শীঘ্রই পৌর মেয়রের সাথে দেখা করে ধন্যবাদ জানাবো। 

বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন বলেন, দীর্ঘদিন এই অবৈধ বাজারের কারণে দুর্ঘটনা ঘটতো। তাই অবৈধ বাজারটি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বাজারের ভেতরের পৌর সেটে পূর্নবাসন করা হয়েছে।   

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X