alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ফের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০৬ পিএম

ফের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
alo

নিউজনাউ ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চল। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল কাহরামানমারস শহরের কাছাকাছি এবং একিনোজু শহর থেকে চার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায়। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।

এর আগে স্থানীয় সময় আজ ভোর ৪টা ১৭ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।


 

এই ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি মানুষের নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তুরস্কে ৯১২ জন এবং সিরিয়ায় ৪৬৭ জন মারা যান। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া শত শত মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা। তুরস্ক ও সিরিয়া—উভয় দেশের ভূমিকম্পকবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে। এ ছাড়া এই ভূমিকম্পে দুই দেশে সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরার

নিউজনাউ/কেআই/২০২৩

 

 

X