নিউজনাউ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় সোমবার স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত তিন হাজার ৮৩০ জন। এর মধ্যে তুরস্কেই মারা গেছেন ২ হাজার ৩৭৯ জন। দুই দেশে আহত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।
সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্ক ও সিরিয়ায় সোমবার ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয় সময় দুপুরে তুর্কির দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।
শহরটিতে প্রথম দফার ভূমিকম্পের পর ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সর্বশেষ তুরস্কে ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়।
নিউজনাউ/আরবি/২০২৩