alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে প্রায় ৫ হাজার

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:১১ পিএম

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে প্রায় ৫ হাজার
alo


নিউজনাউ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি, সিএনএন ও রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সিএনএন বলছে, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী এ দুই দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৯০ জনের। এর মধ্যে তুরস্কে মারা গেছেন ৩ হাজার ৩৮১ জন। আর সিরিয়ায় মারা গেছেন ১৫০৯ জন।

স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে টেলিভিশনে এক ব্রিফিংয়ে তুরুস্কের দুর্যোাগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ওরহান তাতার হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, ২০ হাজার ৪২৬ জন আহত হয়েছেন। ধ্বংস হয়েছে ১১ হাজার ভবন।

সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ১৫০৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

তুরস্কে প্রায় আট হাজার মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এরই মধ্যে বিশ্বের ৬৫টি দেশ থেকে আর্থিকসহ নানা ধরনের সহায়তা পাঠানো হয়েছে এ দেশে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন ১৩ হাজারের বেশি কর্মী।

উদ্ধারকারীরা বলছেন, বৃষ্টি, অতি ঠান্ডা এবং তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেক মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্যমতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর অন্তত ১০০ বার কেঁপে ওঠে (আফটার শক) এ দুই দেশ।

তবে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সোমবার দুপুর দেড়াটার দিকে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।

নিউজনাউ/আরবি/২০২৩

X