alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে জন্ম নিলো শিশু

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:৫৬ পিএম

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে জন্ম নিলো শিশু
alo

নিউজনাউ ডেস্ক: তুরস্ক-সিরিয়ায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের মধ্যেই এক ফুটফুটে শিশুর জন্ম নেওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যান মা, ওই অবস্থাতেই জন্ম হয় শিশুটির। সিরিয়ার আলেপ্পো শহরে হৃদয়স্পর্শী এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতকটি উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী শিশুটিকে হাতে নিয়ে দৌড়াচ্ছেন। নবজাতকটিকে ঢাকতে অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন। তবে শিশুটি বেঁচে আছে, না কি মারা গেছে, তা ভিডিওতে উল্লেখ করা হয়নি।

ভিডিওটির শিরোনামে লেখা হয়, সিরিয়ার আলেপ্পোর ধ্বংসস্তূপে একটি শিশু জন্ম নেওয়ার মুহূর্ত।কিন্তু শিশুটির মা মারা গেছেন। আল্লাহ সিরিয়া ও তুরস্কের জনগণকে ধৈর্য্য ধরার শক্তি দিন ও হতাহতদের প্রতি সহায় হোন।

এর আগে সিরিয়ার আফরিনেও ধ্বংসস্তূপ থেকে আরেকটি শিশুকে জীবীত উদ্ধারের খবর পাওয়া যায়। জানা যায়, মা-বাবা মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি।

সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সে সময় দেশ দুটির অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বলছে, তুরস্ক, সিরিয়া, সাইপ্রাস, লেবানন, ইসরায়েল ও মিশরেও অনুভূত হয় ভূমিকম্প। ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শত শত আফটারশক আঘাত হানে তুরস্কে। আফটারশকের ধারাবাহিকতা ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

ভূমিকম্পে দুই দেশে নিহতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজারে পৌঁছেছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ। তাদের উদ্ধারে তৎপর অভিযান চলছে।

নিউজনাউ/এফএস/২০২৩

X