alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: ধ্বংসস্তূপে আটকে আছে নারী ভলিবল দল

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০৫ পিএম

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: ধ্বংসস্তূপে আটকে আছে নারী ভলিবল দল
alo

 

নিউজনাউ ডেস্ক:  তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছে টার্কিশদের একটি বিশ্ববিদ্যালয়ের নারী ভলিবল দল। মালতয়া প্রদেশে ধসে পড়ায় ধ্বংসস্তূপে আটকে আছেন দলটির ১৪ সদস্য। দেশটির গণমাধ্যম ফানাতিক এমন তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে পুরুষ দলের বেশ কয়েকজন ভলিবল খেলোয়াড়ও আহত হয়েছেন। তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। কাহরামানমারাস শহরে ধ্বংসস্তূপে আটকে আছেন ৩০-৪০ জন রেসলার। একটি ফাইটিং জিমনেশিয়ামে একত্রিত হয়েছিলেন তারা। ভবনটি ধসে আটকে পড়েন তারা।

এরআগে তুর্কি ক্লাবে খেলা সাবেক চেলসি ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ভূমিকম্পের কারণে তুর্কি সুপার লিগের সব ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

সোমবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে পড়ে দেশটি। তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ।

নিউজনাউ/এফএস/২০২৩

X