alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

রংপুরের কৃষিতে ঘটবে বড় বিপ্লব: জেলা প্রশাসক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৪২ পিএম

রংপুরের কৃষিতে ঘটবে বড় বিপ্লব: জেলা প্রশাসক
alo

 

রংপুর ব্যুরো: উত্তরের কৃষি ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করতে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

তিনি বলেন, কৃষিভর রংপুরকে এগিয়ে নিতে আধুনিক পদ্ধতিতে রোপণ কাজের জন্য রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ছড়িয়ে দেয়া গেলে এখানকার কৃষিতে ঘটবে বড় বিপ্লব। প্রান্তিক কৃষকরা কম খরচে চাষাবাদ করতে পারবেন। এই পদ্ধতিতে সময় যেমন বাঁচবে তেমনি বারবে ফসলের উৎপাদন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলার গঙাচড়া সদর উপজেলার ধামুর বোল্লারপাড় এলাকায় আধুনিক পদ্ধতিতে রোপণ কাজের জন্য রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রদ্বারা রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশ্বাসের কথা জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, এ উপজেলায় এবার ১০ হাজার ৯শ’ ৯৫ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সরকারি কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সদর ইউনিয়নের ধামুর বোল্লার পাড় এলাকার ৫০ একর জমিতে স্থানীয় ৮৬ জন কৃষক মাটিভর্তি ট্রে-তে বপন করছে হাইব্রিড ময়না জাতের ধানবীজ। সমলয় চাষাবাদে সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে বীজ বপন করা হয়েছে। 

এতে ৩:২ অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণ ব্যবহার করা হয়। এরপর বীজ ছিটিয়ে পুনরায় অর্ধেক মাটি ও গোবর মিশ্রণ দিয়ে সমতল জায়গায় রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। বীজতলা তৈরির ৩ দিনের মধ্যে অঙ্কুর বের হয়ে যায়। ২০-২৫ দিনের মধ্যে চারা উৎপাদন করা যায়। পরবর্তীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ শুরু হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় এবারে এই উপজেলায় ১শ’ ৫০ বিঘা জমিতে  হাইব্রীড ময়না জাতের বোরো ধান রোপন করা হচ্ছে। ৪ হাজার ৫শ’ ট্রে-তে হাইব্রীড ধানের বীজতলা লাগানো হয়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষে অর্থের অপচয় কম ও সময় সাশ্রয় হয়। রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বপন, রোপন, কর্তন ও কর্ষণ সবগুলো হচ্ছে যান্ত্রিকভাবে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মডেল থানার ওসি দুলাল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ কে এম ফরিদুজ্জামান প্রমুখ।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X