alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

তিন মাসের জরুরি অবস্থা তুরস্কের ১০ প্রদেশে

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৪৯ পিএম

তিন মাসের জরুরি অবস্থা তুরস্কের ১০ প্রদেশে
alo

 

নিউজনাউ ডেস্ক: ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ প্রদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। খবর বিবিসির।

সোমবারের শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ার পর এ ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

এরদোয়ান বলেন, এই ১০ প্রদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এ ছাড়া ভূমিকম্পের ফলে বাস্তুচ্যুত মানুষদের জন্য অ্যান্টালিয়ার হোটেলগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। 

তুর্কি প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পে শুধু তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

এর আগে, গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।  রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের পর দেশ দুটিতে বেশ কয়েকবার আফটারশকের ঘটনা ঘটেছে।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X