চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। গতবার পাসের হার ৮৯ দশমিক ৩৯ হলেও এ বছর পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় কম।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ২৬৭ টি কলেজ থেকে পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ৯৩ হাজার ৯শ ৯৭ জন। যার মধ্যে অনুপস্থিত ছিল দুই হাজার ৩২ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছে ৫ জন।
পাসের হারে এবার ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। উক্তীর্ণ হওয়া ৭৪ হাজার ৩২ জন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ৯১ শতাংশ।
এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ১২ হাজার ৬৭০ জন। গতবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ৭২০ জন। যাদের মধ্যে ছাত্র ৫ হাজার ৫শ ৬৪ জন এবং ছাত্রী ৭ হাজার ১শ ৬ জন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।
নিউজনাউ/জেআর/আরএইচআর/২০২৩