চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ। যা গত বছরের তুলনায় ৮ দশমিক ৮৯ শতাংশ কম। তবে এবার মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পেছনে ফেলে পাসের হারে এগিয়ে গেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। যদিও গতবারের চেয়ে এবার সব বিভাগেরই পাসের হার তুলনামূলকভাবে কম।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বিজ্ঞান বিভাগের পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। যা গতবারের তুলনায় প্রায় ১ শতাংশ কম। এবার মানবিক বিভাগের পাসের হার ৭৩ দশমিক ০৩ শতাংশ। যা গতবারের চেয়েও ১৫ দশমিক ৭৩ শতাংশ কম। এদিকে গতবার ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ছিল ৮৮ দশমিক ৫৮ শতাংশ থাকলেও তা এবার কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ হাজার ৩০৭ জন শিক্ষার্থী। যার মধ্যে উক্তীর্ণ হয়েছে ১৬ হাজার ৭১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৮ হাজার ৫৯৭ জন এবং ছাত্রী ৮ হাজার ১১৮ জন।
মানবিক বিভাগ থেকে এবার অংশ নিয়েছে ৪০ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। পাস করেছে ২৯ হাজার ৯৩৯ জন। যার মধ্যে ছাত্র ১১ হাজার ৫০১ জন এবং ছাত্রী ১৮ হাজার ৪৩৮ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ বছরের পরীক্ষায় অংশ নিয়েছে ৩২ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী। পাস করেছে ২৭ হাজার ৩৭৮ জন। যাদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৫১৪ জন এবং ছাত্রী ১২ হাজার ৮৬৪ জন।
প্রসঙ্গত, এবার পরীক্ষায় মোট ২৬৭ টি কলেজ থেকে ১১১টি কেন্দ্রে মোট অংশগ্রহণ করেছে ৯৩ হাজার ৯শ ৯৭ জন শিক্ষার্থী। যাদের মধ্যে অনুপস্থিত ছিল দুই হাজার ৩২ জন। বহিষ্কার হয়েছে ৫ জন। পাসের হারে এবার ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। উক্তীর্ণ হওয়া ৭৪ হাজার ৩২ জন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ৯১ শতাংশ।
এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ১২ হাজার ৬৭০ জন। গতবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ৭২০ জন। যাদের মধ্যে ছাত্র ৫ হাজার ৫শ ৬৪ জন এবং ছাত্রী ৭ হাজার ১শ ৬ জন।
নিউজনাউ/আরএইচআর/২০২৩