চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় লোহাগাড়া উপজেলার ‘বার আউলিয়া ডিগ্রী কলেজ’ ৮৫.৪২% পাশের হার নিয়ে উপজেলায় সবার শীর্ষে রয়েছে।
এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪জন।
লোহাগাড়া উপজেলায় অন্য তিনটি কলেজে যথাক্রমে পাশের হার মোস্তফা বেগম গার্লস কলেজ ৮৩.৩৩%, চুনতি সরকারি মহিলা কলেজ ৮৩.২০% এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজে পাশের হার ৬৮.৫৭%।
ফলাফল প্রসঙ্গে বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়েজ উল্লাহ্ চৌধুরী নিউজনাউকে বলেন, ‘আমার কলেজের শিক্ষার্থীরা যাতে বোর্ড পরীক্ষায় ভালো করে সেজন্য আমরা তাদের ওপর বিশেষ নজর দিয়েছি। অধিকাংশ শিক্ষার্থী ইংরেজীতে দূর্বল হওয়াতে তাদের জন্য গেস্ট টিচারের ব্যবস্থা আমরা করেছি। পরবর্তী রোর্ড পরীক্ষায় আমরা এই মান আরো বাড়াবো এবং ভালো রেজাল্টের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্ঠা করবো’।
এদিকে ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এইচএসসি পরীক্ষায় এবার লোহাগাড়া উপজেলায় শীর্ষস্থানে বার আউলিয়া ডিগ্রী কলেজ। কলেজের প্রিয় ছাত্র/ছাত্রী, অভিভাবক, সম্মানিত শিক্ষকমণ্ডলী,কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন। আশা রাখি ভবিষ্যতে দক্ষিণ চট্টগ্রামে শীর্ষস্থান দখলের লক্ষ্যে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে’।
প্রসঙ্গত এবারের এইচএসসি পরীক্ষায় মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাশের হার ৭৬.১২%। যা আগের বছর (২০২১) ছিলো ৮৮.২২%।
নিউজনাউ/জেআর/২০২৩