alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বেতন বৃদ্ধির দাবিতে ফের ধর্মঘট ব্রিটেনে

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:১৯ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে ফের ধর্মঘট ব্রিটেনে
alo

নিউজনাউ ডেস্ক: ব্রিটেনে অ্যাম্বুলেন্স কর্মী, নার্স ও বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবীরা বেতন বৃদ্ধির দাবিতে ফের ধর্মঘট শুরু করেছেন। 

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার থেকে নার্স ও অ্যাম্বুলেন্স কর্মীরা বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামেন। আজ শনিবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবীরাও।

গত বছর থেকেই যুক্তরাজ্যে আইনজীবী, ফেরিঘাটের শ্রমিক ও অন্যান্য শিল্প খাতের কর্মীরা ধর্মঘট শুরু করেন। সেই ধর্মঘট এখন ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য খাত ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও।

স্বাস্থ্য কর্মীরা বলছেন, তাঁরা যা বেতন পান তা দিয়ে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগাম ছাড়া। দৈনন্দিন জীবনযাপন করতে তাঁদের ভয়াবহভাবে লড়াই করতে হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেতন বাড়ানোকে ‘যুক্তিসংগত’ বলেছেন। তবে তিনি একই সঙ্গে সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে বেতন বাড়ালে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা বিপন্ন হবে।’

চ্যান্সেলর জেরেমি হান্ট গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘মুদ্রাস্ফীতির এই ভয়াবহ সময়ে ঋণ করে বেতন বাড়ানোর ব্যাপারে সরকার রাজি নয়। গতকাল ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর আমাদের সুস্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ঋণ করে অর্থ এনে যদি বেতন বাড়ানো হয়, তাহলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। আমরা এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।’

এএফপি জানিয়েছে, গতকালের ধর্মঘটে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীদের সবচেয়ে বড় ট্রেন ইউনিয়ন ইউনিসনের প্রায় ১৫ হাজার সদস্য অংশ নিয়েছিলেন। তাঁরা ব্রিটেনের পাঁচটি অঞ্চলে ধর্মঘট করেছেন।

ইউনিসনের হেড অফ হেলথ সারা গোর্টন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি হননি। সরকার গোঁ ধরে বসে আছে। কিন্তু এভাবে চলতে থাকলে পরিস্থিতি খারাপ হবে।

নিউজনাউ/কেআই/২০২৩

X