alo
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৮

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২, ০৫:৪১ পিএম

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৮
alo


নিউজনাউ ডেস্ক: সারাদেশ গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ২৫৮ জন। গতকাল শনাক্ত ছিল ১৬৭ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩২০ জন এবং শনাক্ত ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৩০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৯৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ২৫ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৪ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকরী ১ জন নারী এবং তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন।

নিউজনাউ/আরবি/২০২২

X