alo
ঢাকা, রবিবার, অক্টোবর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

মিয়ানমারে বন্দিশিবিরে ক্ষুধায় ৭ রোহিঙ্গার মৃত্যু

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৩ পিএম

মিয়ানমারে বন্দিশিবিরে ক্ষুধায় ৭ রোহিঙ্গার মৃত্যু
alo


নিউজনাউ ডেস্ক: মিয়ানমারে একটি বন্দিশিবিরে খাবার ও পানির অভাবে থাকা ৭ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের (জিএনএলএম) খবরে বলা হয়েছে, গত সোমবার বাণিজ্য নগরী ইয়াঙ্গুন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে পিয়াপন শহরের কাছে একটি নৌযান আটক করে কর্তৃপক্ষ।

জিএনএলএম বলেছে, চার পাচারকারী ও পাচার হওয়া ৬৫ ‘বাঙালিকে’ সাময়িকভাবে আটকে রাখা হয়েছিল। তাদের মধ্যে তিন পুরুষ ও চার নারী ‘বাজে আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে’ মারা গেছে। আরও ছয়জন চিকিৎসাধীন।

মিয়ানমারের শাসকগোষ্ঠীসহ অনেকেই রোহিঙ্গাদের বাঙালি বলে উল্লেখ করে। এখানেও তাদের কথাই বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, বন্দিদের মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছিল, যেন তাদের ‘তদন্ত এবং আইনের আওয়ায় বিচার’ করা যায়।

২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর বর্বর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম। এর আগেও এসেছিল কয়েক লাখ। সবমিলিয়ে সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়। সেখানে তারা নাগরিকত্ব, স্বাস্থ্যসেবা, শিক্ষার মতো অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

সূত্র: এনডিটিভি

নিউজনাউ/আরবি/২০২২

X