নিউজনাউ ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কমপক্ষে আট জন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার ( ৫ সেপ্টেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে।
আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পটি জালালাবাদ শহরের কাছে আঘাত হানে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার নিউজ এজেন্সিকে বলেন, ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: আল আরাবিয়া
নিউজনাউ/এসকে/২০২২