নিউজনাউ ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের দানাপুরে পঞ্চাশ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সোমবার সকালের এই ঘটনায় নিখোঁজ অন্তত দশ জন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
জানা যায়, অন্তত পঞ্চাশ জন শ্রমিককে নিয়ে নদী পার হচ্ছিল ওই নৌকাটি। আচমকাই মাঝনদীতে স্রোত বাড়তে থাকে। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় নৌকাটি। স্থানীয় মানুষের উদ্যোগেই তাদের উদ্ধার করা শুরু হয়। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ৪০ জনকে উদ্ধার করে।
তবে এখনও জানা যায়নি ঠিক কতজন যাত্রী নৌকায় উঠেছিলেন। অনুমান করা যাচ্ছে আপাতত দশজন এখনও নিখোঁজ। প্রায় চার ঘণ্টা ধরে উদ্ধারকাজ চললেও তাদের উদ্ধার করা যায়নি।
দানাপুরের সাব ডিএম জানিয়েছেন, ওই দশ জনকে উদ্ধার করার চেষ্টা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
নিউজনাউ/আরবি/২০২২