নিউজনাউ ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহতরা হলেন- ২৬ বছর বয়সী রাচেল ম্যাকক্রো ও ২৯ বছর বয়সী ম্যাথু আর্নল্ড। তারা কন্সটেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার দুপুরে কুইন্সল্যান্ডের ছোট শহর উইয়াম্বিলায় নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধারের অভিযানে যান তারা। সেখানে বন্দুকধারীদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে।
কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভার্স জানান, বাংলোটিতে ঢোকার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
পুলিশ জানায়, এ গোলাগুলির ঘটনায় একজন পথচারীও নিহত হয়েছেন।
নিউজনাউ/আরবি/২০২২