alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বানার্ড আর্নল্ট

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:৪৩ পিএম

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বানার্ড আর্নল্ট
alo


নিউজনাউ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিক ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে বার বার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের পতন হওয়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ কমে গেছে।

ফোর্বস ও ব্লুমবার্গের তথ্যানুযায়ী, মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন বানার্ড আর্নল্ট। এলভিএমএইচ গ্রুপ ফ্যাশন, জুয়েলারি, পারফিউম, ওয়াইন, হোটেল, ক্রিয়েটিভ আর্টসসহ নানা ব্যবসা করে থাকে। এই গ্রুপে আর্নল্ট ফ্যামিলির শেয়ারের পরিমাণ ৪৭.৮ শতাংশ।

বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৭ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বানার্ডের রয়েছে ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

বিবিসি বলছে, টেসলার মোট শেয়ারের ১৪ শতাংশের মালিক মাস্ক। আর গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন এই ধনকুবের। এরপর থেকেই টুইটার নিয়ে বিভিন্ন পরিকল্পনা শুরু করেন মাস্ক। এমনকি অনেক পদক্ষেপ নিয়েও ইউটার্ন দেন তিনি। এতে করে তার নিজের ব্র্যান্ড ভ্যালু কমেছে।

নিউজনাউ/আরবি/২০২২

X