চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে।ভবনটি যে কোন মুহূর্তে ধসে পড়ার শঙ্কায় সেখানে থাকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঘটনাটি জানাজানি হলে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।
ভবনের মালিক বাপ্পি আহাম্মেদ জানান, কয়েকদিন ধরেই ভবনটি ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়ছিলো। গতকাল মঙ্গলবার ভবনটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। এর পরপরই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবনটি পুরোপুরি খালি করা হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ব্যাপারে করণীয় ঠিক করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজনাউ/পিপিএন/২০২৩