চট্টগ্রাম ব্যুরো: প্রখ্যাত শিক্ষাবিদ কায়কোবাদ বলেছেন, চট্টগ্রামের উচ্চ শিক্ষায় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (UCTC) অনন্য অবদান রেখে চলেছে।
শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এর উদ্যোগে UCTC Day-2023 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ইউসিটিসির উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা অত্র অঞ্চলের অনগ্রসর শিক্ষার্থীদের উপহার দেবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে এবং পাবলিক হেলথ বিভাগের প্রষভাক জনাব মোহাম্মদ ইনজামামুল হক ও ইংরেজী বিভাগের প্রভাষিকা মিসেস উম্মে নেহের সাহাব’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ। বাংলাদেশ কর্ম কমিশনের প্রাক্তন সদস্য জনাব কাজী সালাহউদ্দিন আকবরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কর্ম কমিশনের প্রাক্তন সদস্য জনাব কাজী সালাহউদ্দিন আকবর বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউসিটিসির শিক্ষার্থীদের অসাধারণ পারফরমেন্স তাঁকে তার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গিয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডীন ও ইউসিটিসি-এর উপদেষ্টা প্রফেসর ড. এম.এ সামাদ ও স্কুল অব বিজনেস-এর ডীন ও ইউসিটিসি- এর উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।
এদিন ইউসিটিসির ট্রেজারার জনাব আহমেদ শরীফ তালুকদার সভায় ভোট অব থ্যাংকস – প্রদান করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীণ বরণ, প্রাক্তনদের সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
র্যাফেল ড্র, নানান স্বাদের শীতপিঠা, ভোজ, নাচ-গান, জাদু পরিবেশন, ব্যান্ড সংগীতসহ একটি আড়ম্বরপূর্ণ আয়োজনে এদিন নতুন-পুরাতন শিক্ষার্থীরা যেন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিলেন।
নিউজনাউ/জেআর/২০২৩