alo
ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

চাঁদে পা দেয়া দ্বিতীয় মানব ৯৩ বছর বয়সে বিয়ে করলেন

প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৩, ০৮:৩২ এএম

চাঁদে পা দেয়া দ্বিতীয় মানব ৯৩ বছর বয়সে বিয়ে করলেন
alo

 

নিউজনাউ ‍ডেস্ক: চাঁদের মাটিতে পা রাখা দ্বিতীয় মানব বাজ অলড্রিন নিজের ৯৩তম জন্মদিনটি বিয়ে করে উদযাপন করলেন। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার অলড্রিন তার দীর্ঘদিনের প্রেমিকা ৬৩ বছরের অ্যানকা ফাউরকে বিয়ে করেছেন।

বিয়ে খবর জানিয়ে টুইটে অলড্রিন লেখেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, ৯৩তম জন্মদিনে আমার দীর্ঘদিনের প্রেম ড. আনকা ফাউরর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম।’

অলড্রিন জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে একটি ছোট অনুষ্ঠানে ৬৩ বছর বয়সী ড. অ্যানকা ফাউরের সঙ্গে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অলড্রিন বিয়ের ছবিও শেয়ার করেছেন।

অলড্রিনের অবশ্য এটাই প্রথম বিয়ে নয়। এর আগে আরও তিন বার বিয়ে করেছেন তিনি, কিন্তু কোনো বিয়েই স্থায়ী হয়নি।

১৯৬৯ সালের ২০ জুলাই প্রথমবার চাঁদের মাটিতে মানুষের পা পড়ে। প্রথমে নীল আর্মস্ট্রং এবং তার পরে বাজ অলড্রিন নামেন চাঁদের মাটিতে। একটি সাক্ষাৎকারে অলড্রিন জানিয়েছিলেন যে, তিনিই প্রথম ব্যক্তি যিনি চাঁদে মূত্রত্যাগও করেছেন!

নিউজনাউ/আরবি/২০২৩

X