চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার গোসাইলডাঙ্গায় ফার্নিচার ও ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রবিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং ৪.৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত বলা সম্ভব নয়।
নিউজনাউ/আরএইচআর/২০২৩