alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে চারুকলার শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:১২ পিএম

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে চারুকলার শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এবার অবস্থান কর্মসূচি পালন করছে মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা।

জহির রায়হান নামে চারুকলা ইন্সটিটিউটের এক শিক্ষার্থী বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট বক্তব্য পাইনি। প্রশাসন ভবন মেরামতের উদ্যোগ নিয়েছে কিন্তু আমাদের স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।তাই আমরা আন্দোলন চালিয়ে যাব।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়লেও এবার মূল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X