alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ছিল না নিরাপত্তা বেষ্টনী, ভবন থেকে পড়ে প্রাণ গেল ৩ শ্রমিকের

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৩১ পিএম

ছিল না নিরাপত্তা বেষ্টনী, ভবন থেকে পড়ে প্রাণ গেল ৩ শ্রমিকের
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাকলিয়ায় নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করার সময় নয় তলা থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কল্পলোক আবাসিক মাহাবুবুর রহমানের ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. ইস্রাফিল (২০), মো. রিপন (২০) এবং সাকিম আলী (২০)। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। 

জানা যায়, ওই বিল্ডিংয়ের ৯ম তলার মাচাংয়ের ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিলেন ওই শ্রমিকেরা। এসময় নিরাপত্তা বেষ্টনী না থাকায় মাচাং ভেঙ্গে নিচে পড়ে যান তারা।

ওসি আব্দুর রহিম বলেন, নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে সিলিং এর কাজ করার সময় মাচাং ভেঙ্গে নিচে পড়ে যান ৩ শ্রমিক। এসময় তারা মারাত্মক জখম প্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে অন্য ৩ শ্রমিক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিম আলী ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভবন মালিকের অবহেলার জন্য একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজনাউ/আরএইচআর/২০২৩ 
 

X