alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দুই হাজার টন ক্লিংকার নিয়ে জাহাজ ডুবি, সাঁতরে বাঁচলেন নাবিকরা

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৪৪ পিএম

দুই হাজার টন ক্লিংকার নিয়ে জাহাজ ডুবি, সাঁতরে বাঁচলেন নাবিকরা
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ২ হাজার টন ক্লিংকার নিয়ে ডুবে গেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের লাইটার জাহাজ ‘এমভি রোকনুর-১’। এসময় ১৩ জন নাবিক আরেকটি লাইটার জাহাজে উঠে আশ্রয় নেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে আরেকটি লাইটার জাহাজ পেছন থেকে এসে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।  

‘রোকনুর-১’ জাহাজের মালিকানাধীন রোকনুর নেভিগেশন লিমিটেডের প্রধান প্রকৌশলী আবদুল বাসেদ বলেন, আমাদের জাহাজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় নোঙর করেছিল। এরপর প্রগতি গ্রীন শিপিং লাইন্স লিমিটেডের ‘এমভি প্রগতি গ্রীন লাইন-১’ জাহাজটি পেছন থেকে এসে ‘রোকনুর-১’ জাহাজের পেছনের সামনের অংশে ডানপাশে সজোরে ধাক্কা মারে। 

তিনি বলেন, এতে আমাদের জাহাজটি ডুবে যায়। জীবন রক্ষার্থে আমাদের জাহাজের ১৩ জন স্টাফ সাঁতার কেটে এমভি প্রগতি গ্রীন লাইন-১ জাহাজে উঠে পড়েন।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X