বাঁশখালী প্রতিনিধি: প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে মাস্টার নজির আহমেদ কলেজ। এবার এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে ২৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৫৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী। এ বছর কলেজটিতে পাশের হার ৯৪ দশমিক ৪৯।
জানা যায়, ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। ২০১৪ সাল থেকে টানা ৮ বছর এইচএসসি পরীক্ষায় শীর্ষস্থান ধরে রেখেছে এ প্রতিষ্ঠানটি। এইচএসসি পরিক্ষার ফলাফলে বাশঁখালীর ২ নম্বরে থাকা সরকরি আলাওল কলেজের পাশের হার ৬৭ দশমিক ৮৯।
মাস্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের নিউজনাউকে বলেন, ‘মাস্টার নজির আহমদ কলেজ বরাবরের মতই প্রথম স্থান ধরে রেখেছে। এই সাফল্য কলেজের প্রতিষ্ঠাতা, গভর্নিং বডি, শিক্ষক-শিক্ষার্থী সবার। এবার আমাদের ২৭২ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এদের মধ্যে পাস করেছে ২৫৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।’
তিনি বলেন, ‘আলাওল কলেজ সরকারি হয়ে যাওয়ায় ভালো শিক্ষার্থীরা ওই কলেজে ভর্তি হচ্ছে। আমরা পাচ্ছি তুলনামূলক দূর্বল শিক্ষার্থীদের। তবে আমরা শিক্ষার্থীদের গ্রুপ করে বিভিন্ন শিক্ষকের অধীনে পাঠদান করি। এর মাধ্যমে আমরা দূর্বল শিক্ষার্থীদের শনাক্ত করি। এরপর দূর্বল শিক্ষার্থীদের আলাদা ভাবে পাঠদান করে।’
শিক্ষাবোর্ডের তথ্য অনুয়ায়ী, বাশঁখালীর ৬টি কলেজের মধ্যে পশ্চিম বাশঁখালী উপকূলীয় ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫৩ জন শিক্ষার্থী। যাদের মধ্যে উর্ত্তীণ হয়েছে ২২৮ জন। পাশের হার ৬৪ দশমিক ৫৯। বাঁশখালী ডিগ্রি কলেজ থেকে অংশগ্রহণ করে ৩৮২ জন শিক্ষার্থী, উত্তীর্ণ হয়েছে ২৪৯ জন শিক্ষার্থী। পাশের হার ৬৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী।
বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ থেকে অংশগ্রহণ করে ২৯০ জন শিক্ষার্থী, উর্ত্তীণ হয়েছে ১৯০ জন শিক্ষার্থী। পাশের হার ৬৫ দশমিক ৬২। জিপিএ- ৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। হাঁজীগাও বরুমছড়া স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৩ জন শিক্ষার্থী। উর্ত্তীণ হয় ১৮ জন শিক্ষার্থী। পাশের হার ৫৪ দশমিক ৫৪। এ কলেজ থেকে কেউ জিপিএ- ৫ পায় নেই।
উল্লেখ্য, বাঁশখালী থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯৫৬ শিক্ষার্থী পাশ করে ১৩৬৭ জন শিক্ষার্থী। পাশের হার ৬৯ দশমিক ৮৮। এবং জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী।
নিউজনাউ/আরএইচআর/২০২৩