alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চারুকলার আন্দোলনে ছাত্রলীগের বাধা, সাংবাদিকদের ওপর হামলা

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০৬ পিএম

চারুকলার আন্দোলনে ছাত্রলীগের বাধা, সাংবাদিকদের ওপর হামলা
alo

 

চবি প্রতিনিধি: মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চলমান ১০০ তম দিনের আন্দোলনে বাধা ও সাংবাদিককের ওপর হামলার অভিযোগ উঠেছে চবি ছাত্রলীগের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে এ বাধা দেয়া হয়। এ সময় চারুকলার শিক্ষার্থীদের মারধরের অভিযোগও উঠে।

এই বিষয়ে চারুকলার ২০-২১ সেশনের শিক্ষার্থী আফরিনা বিনতে আলম বলেন, ‘আমরা বিগত দিনের মতো শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি শুরু করলে প্রশাসনের পাঠানো ছাত্রলীগ এসে বাধা দেয়। তাদের দাবি আমরা নাকি টাকা খেয়ে আন্দোলন করছি। তাদের অনুমতি ছাড়া আমরা আন্দোলন করতে পারবো না।’

হামলার বিষয়ে চারুকলার ১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুস্ময় বড়ুয়া বলেন, ‘তারা আমাদের ব্যানার ও প্ল্যাকার্ড গুলা ছিনিয়ে নেওয়া হয়। আমাদের ১০-১৫ জনকে একদিকে নিয়ে গিয়ে মারধর করে। এই বিষয়ে আমরা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি।’

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার হন ‘সমকাল’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তার ঝর্ণা। এই বিষয়ে তিনি বলেন, ‘চারুকলার আন্দোলনে বাধা দেওয়ার ভিডিও করায় তারা আমার উপর চড়াও হয়। আমাকে দিয়ে পরে আমার ব্যাগ টান দেয়। ফুটেজ ডিলিট না করলে ভবিষ্যতে এর খেসারতের হুমকি দেয়।’

শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও উপগ্রুপ বিএক্স এর নেতা মারুফ আহমেদ বলেন, আমাদের কিছু নেতাকর্মী আন্দোলনস্থলে গিয়েছে শুনলে আমরা তাদের ফিরিয়ে আনতে যায়। আমরা তাদের নিয়ে ফিরে আসি। অন্য কোন গ্রুপ কী করলো আমরা জানি না। 

ছাত্রলীগের হামলা ও বাধার বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, 'বিষয়টা মিথ্যা। কোনো যৌক্তিক আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়ার কর্মসূচি ছাত্রলীগের ছিল না। কেউ যদি ছাত্রলীগের না ব্যবহার করে এ ধরনের কাজ করে থাকে বিষয়টা আমরা খতিয়ে দেখবো।'

হামলার বিষয়ে চবির সহকারী প্রক্টর এসএম জিয়াউল ইসলাম বলেন, 'সাংবাদিকের কাছে থেকে বিষয়টা আমরা জেনেছি। তারা লিখিত অভিযোগ দিয়েছে। বিভিন্ন ফুটেজ দেখে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।'

উল্লেখ্য, ২ নভেম্বর থেকে ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে ১০০ দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। মাঝখানে ২৩ জানুয়ারি থেকে চার দফা দাবির আল্টিমেটাম দিয়ে ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়। পরে ৩১ জানুয়ারি থেকে তারা আন্দোলনে যায়।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X