চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় ৮ লাখ টাকার মালামাল। ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরিভাবে নির্বাপন করা হয় বলে নিউজনাউকে নিশ্চিত করেছেন সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হানুল আশরাফ হোসেন।
এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোল্ডেন বীচ সংলগ্ন ওই ঝুটের গোডাউনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই স্টেশনেরর ৪টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপন করে।
আরও পড়ুন: পতেঙ্গায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন
একেএম রায়হানুল আশরাফ হোসেন নিউজনাউকে বলেন, ‘গোডাউনটি ৫ থেকে ৬ হাজার বর্গফুটের একটি জায়গায়। সেখানে প্রচুর পরিমাণে ঝুট এবং তুলা রাখা ছিল। আমাদের সিইপিজেড এবং কর্ণফুলী স্টেশনের মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় ১০ লাখ টাকার মালামাল সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘আগুন লাগার প্রাথমিক কারণ এখনও জানা যায়নি। সেটা তদন্তসাপেক্ষে বলা যাবে।’
নিউজনাউ/আরএইচআর/২০২৩