alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সীতাকুণ্ড থেকে বিএনপি নেতা মোরসালিন গ্রেপ্তার

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:৫২ পিএম

সীতাকুণ্ড থেকে বিএনপি নেতা মোরসালিন গ্রেপ্তার
alo

 

চট্টগ্রাম ব্যুরো: উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোরসালিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

গ্রেপ্তার মোরসালিন উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘তিনি (মোরসালিন) সব মামলায় জামিনে রয়েছেন। তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘গ্রেপ্তার বিএনপি নেতার বিরুদ্ধে মহাসড়কে নাশকতা ও ভাঙচুরসহ বিভিন্ন অপরাধের ঘটনায় সীতাকুণ্ড থানায় ৬টি মামলা রয়েছে। যার মধ্যে দুটি নাশকতার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থানের খবর নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজ (শুক্রবার) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X