alo
ঢাকা, সোমবার, অক্টোবর ৩, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

কর্ণফুলীতে বিএনপির বিক্ষোভ, কর্মী খুন-মূল্যবৃদ্ধির প্রতিবাদ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২, ১০:১২ পিএম

কর্ণফুলীতে বিএনপির বিক্ষোভ, কর্মী খুন-মূল্যবৃদ্ধির প্রতিবাদ
alo

 

কর্ণফুলী প্রতিনিধি: সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে কর্ণফুলী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার ক্রসিং এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলেছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সীমাহীন কষ্টে এখন মানুষের জীবন বিপন্ন। বিএনপি ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়, বিএনপি রাজপথে থাকলে সরকার পতন নিশ্চিত। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারকে হঠাতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। দ্রব্যমূল্য এখন সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ ওসমানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম ফোরকান উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহাজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার প্রমুখ।

নিউজনাউ/পিপিএন/২০২২

X