alo
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

বোয়ালখালী ও রাউজানে আগুনে পুড়ে ছাই বসতঘর-দোকান

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২২, ০১:৩১ পিএম

বোয়ালখালী ও রাউজানে আগুনে পুড়ে ছাই বসতঘর-দোকান
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী ও রাউজানে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় চার পরিবারের চারটি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে।

শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া আজিম মাস্টারের বাড়িতে ও রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা নিউজনাউকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে আনসারুল্লাহ, মো. নাজমুল আজিজ, আহমদ উল্লাহ ও মো.আজিজুল ইসলাম রুবেলের রান্নাঘরসহ বসতঘর পুড়ে গেছে। এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই চারটি দোকান পুড়ে যায়।

নিউজনাউ/পিপিএন/২০২২

 

X