alo
ঢাকা, সোমবার, অক্টোবর ৩, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইনে টিকেট কেটে দেখা যাবে চার সাদা বাঘ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২, ১০:৫২ পিএম

অনলাইনে টিকেট কেটে দেখা যাবে চার সাদা বাঘ
alo

চট্টগ্রাম ব্যুরো: নগরের খুলশী ফয়’স লেক সংলগ্ন চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো চালু করা হয়েছে ই-টিকিটিং। চিড়িয়াখানায় জন্ম নেওয়া চার শাবককেও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।  

সোমবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে সাদা বাঘের চার শাবক খাঁচায় দর্শকদের সামনে উন্মুক্ত করে দেন। একই সাথে তিনি অনলাইনে চিড়িয়াখানার টিকেট কাটার সেবা চালুর ঘোষণা দেন। 

জানা গেছে, গত ৩০ জুলাই রাতে পরী নামের বাঘ সাদা রঙের চারটি শাবক জম্ম দেয়। এর আগেও রাজ-পরীর দম্পতির সংসারে শুভ্রা নামের আরও একটি সাদা বাঘের জন্ম হয়েছিল।

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ৩০ লাখ টাকায় কিনে আনা হয়েছিল এই বাঘ দম্পতিকে। এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে ১৬টি।

প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছর পর চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীদের জন্য চালু হয়েছে প্রভিডেন্ট ফান্ডও। আর চিড়িয়াখানার প্রাণী পরিবহন, খাদ্য পরিবহন ও বিবিধ কাজের জন্য কেনা হয়েছে একটি পিকআপ গাড়ি। আগামী দুই মাসের মধ্যে চিড়িয়াখানায় আসছে বিভিন্ন প্রজাতির প্রাণীও।  

নিউজনাউ/একে/২০২২

 

 

X