চট্টগ্রাম ব্যুরো: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অবিশ্বাস হলেও ১ টাকায় এক কেজি চাল, ৪ টাকায় এক লিটার বোতলজাত সয়াবিন তেল, এক ডজন ডিমসহ অনেক ভোগ্যপণ্য বিক্রি হচ্ছে চট্টগ্রামে। সরকারি উদ্যোগ ছাড়া এমন আয়োজনকে সম্ভব করেছে
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’। তারা পাশে পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়কে।
বুধবার চট্টগ্রাম নগরের বাকলিয়ার থানার একটি কনভেনশন সেন্টারে এই সুপারশপের উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় । পাশাপাশি তিনি গাড়িতে সাজানো ভ্রাম্যমাণ বিপণি বিতানও উদ্বোধন করেন । এই গাড়ি বিভিন্ন এলাকায় পণ্য নিয়ে ঘুরে বেড়াবে ১ টাকায় বাজারের ক্রেতা খুঁজতে।আয়োজকরা বলছেন, এই বাজার থেকে দিনেই প্রায় দেড় হাজার মানুষ বাজার করেছেন।
সেখানে থেকে বাজার করেছেন প্রায় শতবর্ষী বকুল রানী চৌধুরী। পাঁচজন সদস্যের পরিবার নিয়ে বুকল থাকেন নগরের কালুরঘাট এলাকায়। ‘এক টাকায় বাজার’ করতে পারবেন জেনে মনে হয়েছিল আজ যেন ঈদ।
এই আয়োজনে এক টাকার বাজারে নামমাত্র মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ পাচ্ছে মানুষজন। মাত্র ১ টাকায় প্রতি কেজি চাল, মসুর ডাল ৩ টাকা, অ্যাংকর ডাল ১ টাকা, লাউ ১ টাকা, মিষ্টি কুমড়া ১ টাকা, আটা ১ টাকা, লবণ ১ টাকা, চিনি ২ টাকা, তেল ৪ টাকা, ডিম ৩ টাকা, বিস্কুট ১ টাকা দিয়ে কেনা যাচ্ছে এ বাজার থেকে। একই সঙ্গে বড় আকারের তেলাপিয়া মাছ ২ ও মুরগি ৪ টাকাসহ নানা বয়সের মানুষের জন্য বিভিন্ন সাইজের বাহারি কাপড়, শীতের জ্যাকেট কিনতে পারছে নিম্ন আয়ের মানুষজন।
বিদ্যানন্দের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, ‘এ প্রতীকী মূল্যের মাধ্যমে একজন ক্রেতা সর্বোচ্চ ১০ টাকার পণ্য কিনতে পারেন যার বাজারমূল্য প্রায় ৭০০ টাকা।আমরা সবসময় চেষ্টা করছি নগরের নিম্ন আয়ের মানুষের জন্য এ বাজারের ব্যবস্থা করার। বিভিন্ন এলাকার দরিদ্র পরিবার বাছাই করে তালিকা করে একবার করে বাজার করার সুযোগ দেওয়া হয় এখানে। চট্টগ্রাম ছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে এ বাজারের আয়োজন করা হয়।
উদ্বোধন শেষে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘আমি এ আয়োজন দেখে অভিভূত। এমন আয়োজন করার কারণে অনেক নিম্নবিত্তের কাপড়সহ নানা ভোগ্যপণ্যের চাহিদা মিটছে। যারা বাজার করতে এসেছেন তাদের কাছে ব্যাপারটি যাতে লজ্জার না হয় তাই বিদ্যানন্দ তাদের থেকে ১০ টাকা করে নামমাত্র মূল্য নিচ্ছে; যা আমাকে খুব প্রভাবিত করছে। ’
তিনি আরও বলেন, ‘সিএমপি সবসময় বিদ্যানন্দের যেকোনো মানবিক আয়োজনে পাশে থাকবে এবং সহযোগিতা করবে। ’
আয়োজকরা জানিয়েছেন, ১০ হাজার অতি দরিদ্র পরিবারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উপহার দেয়া হবে। আর তারই অংশ হিসেবে আজ এই ১ টাকায় বাজার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, বিদ্যানন্দের বোর্ড মেম্বার নাফিজ চৌধুরী ও জামাল উদ্দিন এবং সিএমপির সিনিয়র অফিসাররা।
নিউজনাউ/পিপিএন/২০২২