alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আ.লীগের ১৭ প্রার্থী

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৩ পিএম

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আ.লীগের ১৭ প্রার্থী
alo

 

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম সহ দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর।  এরমধ্যে চট্টগ্রামে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

শনিবার (১০ সেপ্টেম্বর) মনোনয়ন বোর্ডের সভায় ঘোষণা করা হবে প্রার্থীদের নাম।

এবারে প্রথমবারের মত ইভিএমে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামে কে হচ্ছেন নতুন জেলা পরিষদের চেয়ারম্যান সেটি নিয়ে রাজনৈতিক মাঠে চলছে নানা গুঞ্জন। যেহেতু স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরাই এই নির্বাচনের ভোটার এবং এই মুহুর্তে বেশিরভাগ নির্বাচিত প্রতিনিধি সরকার দলীয় সেই কারণে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন সেটিই হচ্ছে মূল বিষয়।

 জানা গেছে, গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

গত ৪ সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মো. মাঈনুদ্দিন, সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লায়ন শামসুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস, রূপালী ব্যাংকের পরিচালক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মো. ওসমান গণি চৌধুরী।

এদিকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৬৫ জন মনোনয়নপত্র নিয়েছেন বলে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চলতি বছরের ১৭ এপ্রিল চট্টগ্রাম জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দেশের আরও ৬০টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয়।

নিউজনাউ/পিপিএন/২০২২

X