রাজু কুমার দে, মিরসরাই প্রতিনিধি: অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। হামলার জবাব দিলো ফাইনালে। শনিবার সকালে সেমিফাইনালে জিতে হামলার শিকার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ঘরেই উঠলো শিরোপা।
রবিবার (১০ সেপ্টেম্বর) গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-আন্তঃবিদ্যালয় ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে শেষ হাসিটা হাসে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানসহ অনেকে।
জানা গেছে, শনিবার সকালে মিরসরাই স্টেডিয়ামে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-আন্তঃ বিদ্যালয় ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ২-০ গোলে জয় পায় করেরহাট কামিনী মজমুদার উচ্চ বিদ্যালয়। খেলা শেষে ফেরার সময় পরাজিত দল মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সমর্থকরা তাদের উপর হামলা করে। এসময় ৩ খেলোয়াড়সহ কমপক্ষে ১০জন আহত হয় বলে দাবি করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহা উদ্দিন ভূইয়া।
এদিকে রবিবার সকালে ছিল ফাইনাল খেলা। হামলার শিকার হয়ে আত্মবিশ্বাসী ছিল করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। খেলার শুরুতে গোলের অনেক সুযোগও পায় তারা। কিন্তু প্রথমার্ধে কোন গোল পায়নি দুই দল।
দ্বিতীয়ার্ধে রামিজ রয়ের দুই গোল জয় এনে দেয় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়কে। জোড়া গোল দাতা করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয়ে খেলোয়াড় রামিজ রয় নিউজনাউকে বলেন, শনিবার হামলার শিকার হয়ে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে রবিবার মাঠে নেমেছি আমরা।
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের দলপতি শাওন বলেন, খেলাটি সহজ ছিল না। কারণ শনিবার আমরা জয় পেয়ে হামলার শিকার হয়েছিলাম। তবু মনোবল দৃঢ় রেখে খেলেছি আমরা। অবশেষে সে কাঙ্খিত জয় পেয়েছি।
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পলাশ মল্লিক বলেন, আগামীতে আন্তুঃস্কুল ফুটবল প্রতিযোগীতায় যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে দিকে লক্ষ্য রাখার জন্য আয়োজকদের অনুরোধ জানাচ্ছি।
করেরহাট কামিনী মজমুদার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন বলেন, আমাদের খেলোয়াড়রা খুবই ভালো খেলেছে। তাই জয় পেয়েছি। শনিবারের হামলার ঘটনায় আমাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে।
প্রধান অতিথি বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবর রহমান রুহেল বলেন, উভয় দল খুবই ভালো খেলেছে। তবে খেলা শেষে হামলার ঘটনা খুবই দুঃখজনক। তাই আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সে দিকে আয়োজকদের লক্ষ্য রাখতে অনুরোধ করছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিচ্ছি।
নিউজনাউ/পিপিএন/২০২২