alo
ঢাকা, সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় বাস- চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২২, ০৭:১৫ পিএম

রাঙ্গুনিয়ায় বাস- চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
alo

চট্টগ্রাম ব্যুরো: রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহন বাস ও চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে সেজো মারমা (২৫) নামে চাঁদের গাড়ির হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (২ অক্টোবর) সকাল ৭ টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

 

নিহত সেজো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা। এ ঘটনায় চাঁদের গাড়ির চালকের অবস্থাও আশংকাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়।  

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদের গাড়ির চালক ও বাসের যাত্রীসহ মোট ১৫ জন আহত হন।  

তিনি আরো জানান, এর মধ্যে চাঁদের গাড়ির চালক ও হেলপারের অবস্থা আশংকাজনক ছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হেলপারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।  

নিউজনাউ/একে/২০২২

X