হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৭ হাজার মিটার ঘেরা জাল ও ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছেন প্রশাসন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৬ টা থেকে গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হালদা নদীতে অভিযান চালিয়ে ২ টি ইঞ্জিন চালিত নৌকা, ৩ টি মাছ ধরার বড়শি ও ৭ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। জাল উত্তোলনকালে একাধিক মা মাছ নদীতে অবমুক্ত করা হয়।
হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিউজনাউ/একে/২০২২