alo
ঢাকা, শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

পাঁচ বছরের আলিনা চারদিন যাবত নিখোঁজ, গিয়েছিল মক্তবে

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২২, ১১:৫৬ পিএম

পাঁচ বছরের আলিনা চারদিন যাবত নিখোঁজ, গিয়েছিল মক্তবে
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ৪ দিন পার হলেও এখনো নিঁখোজ পাঁচ বছরের মেয়ে আলিনা ইসলাম আয়াত। একমাত্র সন্তানের খোঁজে দিশেহারা মা-বাবা। তাকে খুঁজে পেতে সকলের প্রতি আকুতি জানিয়েছে তার পরিবার।

আয়াত চট্টগ্রাম ইপিজেড থানার দক্ষিণ হালিশহর বন্দরটিলা নয়ারহাট ওয়াজ মুন্সীর নতুন বাড়ির সোহেল রানার মেয়ে। গত মঙ্গলবার বাসার সামনে থেকে আয়াত হারিয়ে যায়। এসময় সে মসজিদের মক্তবে পড়তে যাচ্ছিল।

শিশুটির দাদা মনজুর হোসেন জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পাশের মসজিদের মক্তবে যেতে বাড়ি থেকে বের হয় আয়াত। মসজিদের উদ্দেশে তাকে মাঝপথ পর্যন্ত পৌঁছে দিয়ে দোকানে যান তিনি। কিছু সময় পর আসর নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে আয়াতকে না দেখে সহপাঠীদের জিজ্ঞেস করলে তারা আয়াত আসেনি বলে দাদাকে জানায়। বাসায় খোঁজ করেও পাওয়া যায়নি। পরে সম্ভাব্য সব জায়গায় সন্ধান করে না পেয়ে থানায় অভিযোগ দেওয়া হয়।

মনজুর হোসেন বলেন, 'আয়াত যেদিন নিখোঁজ হয়, সেদিন পুলিশ পরিচয়ে তাকে পাওয়া গেছে জানিয়ে একটি নম্বর থেকে ফোন করে ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি পুলিশকে জানালে তারা টাকা দিতে নিষেধ করে। পুলিশ এখনও আমার নাতনির কোনো সন্ধান দিতে পারেনি। বৃহস্পতিবার আবারও ওই নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। নাতনিকে অপহরণ করা হয়েছে বলে আমরা ধারণা করছি।

আয়াতের বাবা সোহেল রানা জানান, তাদের বাসা চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার নয়ারহাট বিদ্যুৎ অফিসের পাশে। সেদিন আয়াত আরবি পড়তে বিকাল তিনটায় বাসা থেকে বের হয়। একঘণ্টা পর মসজিদে গিয়ে তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, সে পড়তে যায়নি। এসময় আশপাশে খবর নিতে গেলে তার হাতে থাকা কায়দা পাশের বিল্ডিং এর সিঁড়িতে পাওয়া যায়।

আয়াতের হারিয়ে যাওয়ার বিষয়ে তার বাবা সোহেল রানা চট্টগ্রামের ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইপিজেড থানার ওসি আব্দুল করিম জানান, বাসা থেকে বের হওয়ার ২০ মিনিটের মধ্যে শিশুটি নিখোঁজ হয়। এখন পর্যন্ত তার বিষয়ে উল্লেখ করার মতো তথ্য পাওয়া যায়নি। তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশুটির সন্ধান করা হচ্ছে।

নিউজনাউ/পিপিএন/২০২২

X