alo
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে মিরসরাই

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২, ১১:৩৫ এএম

সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে মিরসরাই
alo

 

রাজু কুমার দে, মিরসরাই: ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত ৪৮২.৮৮ বর্গ কিলোমিটার আয়তনের চট্টগ্রামের মিরসরাই উপজেলা যেন প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি। এখানে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগর। ধীরে ধীরে বদলে যাচ্ছে মিরসরাই। পাহাড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ। রাতের অন্ধকার দূর করতে গ্রামের সড়কের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে সোলার ল্যাম্পপোস্ট। গ্রামীণ সড়ক এখন হয়েছে পিচঢালা। 

বর্তমান সরকারের টানা ক্ষমতায়নে মিরসরাইয়ে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সরকার গৃহীত নানা প্রকল্পের কারণেই গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন এসেছে। 

মিরসরাই এলজিইডি অফিস সূত্র মতে, মিরসরাইয়ে গ্রামীণ কাঁচা সড়ক পাকা হয়েছে সাড়ে ৪০০ কিলোমিটার। বর্তমানে ১৮টি প্রকল্পের অধীনে একশ’র অধীক স্ক্রীমের মধ্যে ১২০ কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার গ্রামীণ সড়ক কার্পেটিং ও ১৫ কিলোমিটার সড়ক সংস্কার, ২৮ কোটি টাকা ব্যয়ে ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৩৬মিটার দৈর্ঘ্যরে মঘাদিয়া বানাতলী সেতু, ২৮ কোটি টাকা ব্যয়ে ২৫২ মিটার ফেনী নদীর ওপর মিরসরাই-ফেনী সংযোগ সেতু নির্মাণ, সার্বজনীন গ্রামীণ হাটবাজার উন্নয়নের অধীনে কমর আলী বাজারে চারতলা বিশিষ্ট মার্কেট এবং ৮৮ লাখ টাকা ব্যয়ে করেরহাট ও জোরারগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

উপজেলা প্রকৌশলী রনী সাহা নিউজনাউকে জানান, চলতি অর্থবছরে মিরসরাই উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২শ’কোটি টাকা ব্যয়ে ১৮টি প্রকল্পের অধীনে একশ’র অধীক স্ক্রীম এর কাজ চলছে। 

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া নিউজনাউকে বলেন, সরকারের গৃহীত নানা প্রকল্প বাস্তবায়নের কারণেই প্রত্যন্ত গ্রামে সোলার লাইট স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা, কাঁচা রাস্তা পাকাকরণ,  বিদ্যুৎসহ যোগাযোগ ব্যবস্থায় নানা পদক্ষেপ নেয়ায় এখন ইউনিয়নের দৃশ্যপট পাল্টে গেছে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের  সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল নিউজনাউকে বলেন, টেকসই ও সময়োপযোগী প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি, জীবিকা এবং উন্নত জীবনব্যবস্থা তথা মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

নিউজনাউ/পিপিএন/২০২২

X