alo
ঢাকা, রবিবার, অক্টোবর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

যেভাবে ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করবেন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৫ পিএম

যেভাবে ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করবেন
alo

 


নিউজনাউ ডেস্ক: বর্তমানে ইউটিউব শর্টস খুবই জনপ্রিয় একটি ফিচার। টিকটকের মতো শর্টস ভিডিও তৈরি করে আপলোড করা যায় এতে। সব বয়সী নারী-পুরুষের কাছে এটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২১ সালে টিকটককে টেক্কা দিতেই এই ফিচার এনেছিল গুগলের মালিকানা প্রতিষ্ঠান ইউটিউব।

তবে সমস্যা হলো শর্টস ভিডিওগুলো একবার দেখা হয়ে গেলে তা আর ফোনে ডাউনলোড করে রাখা যায় না। বেশিরভাগ সময় দেখা যায় ওই সব ভিডিও খুব সহজে ডাউনলোড করা যাচ্ছে না। কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই পছন্দের ইউটিউব শর্টগুলো ডাউনলোড করে রাখতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ইউটিউব শর্টস ডাউনলোড করা যাবে-
>> প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গিয়ে ইউটিউব অ্যাপ খুলুন।
>> এবার একটি ইউটিউব শর্টস ভিডিও চালিয়ে সেটির শেয়ার বোতামে ক্লিক করুন এবং ভিডিওর লিঙ্কটি কপি করে নিন।
>> এবার ব্যবহারকারীকে শর্টসনব ডটকম (Shortsnoob.com) লিঙ্কটি খুলুন।
>> এরপর সার্চ অপশনের পাশে দেওয়া স্থানে ওই লিঙ্কটিকে পেস্ট করুন এবং সার্চ বার ক্লিক করুন।
>> এখন ভিডিওটি ডাউনলোড করে নিন। এটি আপনাআপনি ফোনে সেভ হয়ে যাবে।

স্মার্টফোনের গ্যালারি থেকে ভিডিও ফোল্ডারে গেলে ডাউনলোড করা ভিডিওটি দেখতে পাবেন। এই ভিডিও ইচ্ছামতো যে কাউকে পাঠাতে পারবেন যে কোনো সময়।

সূত্র: জিনিউজ

নিউজনাউ/এবি/২০২২

X