alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

রপ্তানিতে সুবাতাস, একমাসে ৪৬১ কোটি ডলার আয়

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৭ পিএম

রপ্তানিতে সুবাতাস, একমাসে ৪৬১ কোটি ডলার আয়
alo

নিউজনাউ ডেস্ক: পণ্য রপ্তানিতে সুবাতাস অব্যাহত। আগস্ট মাসে পণ্য রপ্তানি করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় করেছে বাংলাদেশ। গত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশের বেশি রপ্তানি আয় হয়েছে। গত মাসে সব মিলিয়ে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৪৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এ আয় গত বছরের আগস্টের চেয়ে ১২২ কোটি ৪০ লাখ ডলার বেশি। 

রবিবার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) পণ্য রপ্তানি থেকে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলার এসেছে, যা গত অর্থবছরের (২০২১-২২) একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৩১ শতাংশ বেশি।

 

ইপিবির তথ্য বলছে, আগস্টে ৭১১ কোটি ২৬ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ১ শতাংশ বেশি। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৪ শতাংশ বেশি আয় হয়েছে।

এছাড়া চামড়াজাত পণ্যে বিগত অর্থবছরের আগস্টের তুলনায় এবার প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৭৭ শতাংশ, পাটজাত পণ্যে ২২ দশমিক ৬৭ শতাংশ, সিরামিক পণ্যে ১৮ দশমিক ০৬ শতাংশ, প্লাস্টিকে ৬০ দশমিক ০৯ আর স্পেশালাইজড টেক্সটাইল পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ৭৩ দশমিক ১৭ শতাংশ।

নিউজনাউ/এসকে/২০২২ 

X