alo
ঢাকা, রবিবার, অক্টোবর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

হংকং ছেড়ে যুক্তরাজ্যে যেতে চান দেড় লাখ মানুষ

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২২, ০৬:০৬ পিএম

হংকং ছেড়ে যুক্তরাজ্যে যেতে চান দেড় লাখ মানুষ
alo


নিউজনাউ ডেস্ক: হংকং ছেড়ে প্রায় দেড় লাখ মানুষ যুক্তরাজ্যে বসবাস করতে চান। শুধু চলতি বছরের জুন শেষে ১ লাখ ৪০ হাজার ৫০০ মানুষ ব্রিটেনের ভিসার জন্য আবেদন করেছে বলে জানা যায়। ফ্রি মালয়েশিয়া টুডে ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

চলতি মাসে প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, জুন শেষে হংকংয়ে জনসংখ্যা ছিল ৭০ লাখ ২৯ হাজার। যা আগের বছরের তুলনায় প্রায় ১ লাখ ২০ হাজার কম। ১৯৬১ সালে জনসংখ্যা গণনা শুরুর পর এবারই সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে অঞ্চলটিতে।

জনসংখ্যা হ্রাসের কারণ ‘প্রাকৃতিক’ বলে উল্লেখ করছে হংকং সরকার। কিন্তু বিশ্লেষকরা বারবার দেশ ছাড়ার প্রসঙ্গটি টেনে আনছেন। সর্বশেষ তথ্যে বলা হয়, এক বছরের ব্যবধানে হংকং থেকে দেশ ছেড়েছে ১ লাখ ১০ হাজার বাসিন্দা।

২০১৯ সালের শেষে হংকংয়ের জনসংখ্যা সর্বোচ্চ ছিল। তারপর অঞ্চলটিতে ২০ বছরের কম বয়সীদের সংখ্যা ৯৭ হাজার কমেছে।

নিউজনাউ/আরবি/২০২২

X