নিউজনাউ ডেস্ক: ব্রিটেনের নতুন রাজা চার্লস ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছে দেশটির এক প্রতিবাদী ব্যক্তি।পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।ইংল্যান্ডের ইয়র্কের স্থানীয় নেতারা যখন রাজা ও রানিকে স্বাগত জানাচ্ছিলেন তখনি তিনটি ডিম ছুড়ে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান ওই ব্যক্তি।
তবে একটি ডিমটি রাজার শরীরে গিয়ে লাগেনি।এ সময় রাজা-রানিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
চার পুলিশ কর্মী ডিম ছুড়ে মারা ওই ব্যক্তিকে আটকে রাখার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘এই দেশটি কৃতদাসদের রক্ত দিয়ে গড়া হয়েছে।’
চার্লস এবং ক্যামিলা ইয়র্কশায়ারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এ ধরণের পরিস্থিতির সম্মুখীন হলেন রাজা চার্লস।
ব্রিটেনে রাজপরিবারকে নিয়ে সব সময় সমালোচনা রয়েছে। সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় নিয়েও সর্বত্র সমালোচনা হয়েছে।
সুত্র: সিবিএস নিউজে
নিউজনাউ/এসএইচ/২০২২