ঘোরের মধ্যে আছি, একটা স্বপ্ন অতিক্রম করে গেলাম,
কোনোদিন বুঝি আর দেখা হবেনা,
ছায়া হয়ে সরে যাবে;এদিক-সেদিক বিষণ্ণ দিন এসে টোকা মারেে।
পৃথিবীতে একমাত্র চালাক মানুষই বোকা।
সব জেনেশুনে তারা শূন্যের মধ্যে চাষাবাদ করে; হাত মুঠো কোরে অমরত্বের স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায়।
ইচ্ছে-বসন্তের আলগা-খোঁপা যে ইচ্ছে পুড়িয়ে দিক,
যে ইচ্ছে বুকের বাতায় গুঁজে রাখুক; সময়ের স্মারকে এগুলোর কোনো মানে দাঁড়ায়না।
প্রান্তিক সময়ের স্বপ্নখোয়া সড়কের ধারে আমাদের দেখা হলো আজ সন্ধায়; তোমাকে ভালোবেসে হাওয়ায় উড়িয়ে দিলাম আমার--একপাতা কবিতা।
নিউজনাউ/আরএ/২০২২