কোলাহল মুছে দেয়
কবিতার সুর
আমি ভাবি কাছাকাছি
তুমি ভাবো দূর,
উড়তে পারে তবুও উড়ে না ফড়িং
কতদিন টেলিফোনে বাজে না তো রিং।
সাঁঝ বেলা তুমি ভাবো
সেজেছে আকাশ
সব রঙ সাজ নয়
খেয়ালে তাকাস,
কোথাও দেখেছো কভু
রাত্রিতে ঘুড়ি ভাঙলে আমাকে ভাঙো,
ভেঙো নাকো চুড়ি।
কার জল কতদূর ছুঁয়েছে কাজল
কাকে বলি একা খুব সাথে যাবি চল,
তোমার ঘরের আলো সাবধানে জ্বেলো
আসবে বলেও কেউ রেখে চলে গেলো!
কোথাও পাখির ডাক চোখ মেলা ভোর
কে ভাবে কাছাকাছি– কে ভাবে দূর?
তুমি তো চলেই যাবে সাথে নিয়ো স্মৃতি
আমি বলি শুরু হলো তুমি বলো–ইতি।
নিউজনাউ/আরএ/২০২২