সময়ের সাথে চলে ক্লান্ত হয়ে উঠি, খুঁজিনা অবসর
জীবনের পর মৃত্যু আসে, তা স্মরণ করি বারবার।
চোখ বন্ধ করে মেনে নিতে হয়, প্রকৃতি তার রং বদলায়
শুধু ভালোবাসা সংকল্প হয়ে বেঁধে থাকে দেহ ও আত্মায়।
মোহ-মায়া, সুখ-দুঃখ ভালোবাসার অন্তিম ঘর
বিচ্ছেদ হলেও হৃদজমিনে পড়ে থাকে প্রেমের আর্তনাদ।
সময়ে বেঁধে থাকা সুখেরা কখনো ফেরে না আপন হয়ে
বিচ্ছেদের দুঃখ আমৃত্যু বেঁচে থাকে মানুষের অপরশ হৃদয়ে।
প্রিয় মানুষের তীক্ষ্মতা-খর্বতায় হৃদয়ের সুখ যায় চলে
অবসর ফিরে এলেও, সময় ছাড়ে না সম্পর্কের বিচ্ছেদ
সুখের খোঁজে চলার পথে কাটগোলাপ বিছাব হেঁটে হেঁটে।
অথচ হবার কথা ছিলো ভালোবাসা, জীবনে শৃঙ্খল এঁটে।
ওহে, পৃথিবীর কবি;
তুমি কোথাও পেয়েছো কি, হৃদয়ের স্থির আলো?
যখন জীবনের নিয়তি-ব্যথা, হৃদয়ের অমরত্ব হারালো।
তখন প্রেম নামক হৃদব্যথা বাস্তবতার মুখোমুখি দাঁড়ালো
খুঁজি তবুও ভালোবাসা, কিন্তু চোখে ভরা দুঃখজল আলো!
অথচ, জীবন- প্রেম অথবা সময়- ভালোবাসা হৃদয়ের আহ্বান
মৃত্যুতে জীবন অন্ধকার কবর, আত্মা পায় আকাশে স্থান।
জেগে থাকে জীবন গল্প- উপন্যাস হয়ে, বুকে দুঃখ নামক ঘ্রাণ
তবুও জীবন সুন্দর অদ্ভুত সুন্দর - মানুষ সুন্দর তেমন।