alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

পাবনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২, ০৯:৫৬ এএম

পাবনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
alo

 

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের পাবনা-পাকশী মহাসড়কের নাজিরপুর হাইস্কুলের সামনে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার ইকবাল হোসেন খান (৫৬) ও বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ শেখ (৫২)।

শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে। 

হেমায়েত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, মধ্যরাতে একটি ট্রাক দ্রুতগতিতে পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুই জন মোটরসাইকেলে যাচ্ছিলেন। নাজিরপুর হাইস্কুলের সামনে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

নিউজনাউ/আরবি/২০২২

X